গুলশান ট্রাজেডি : ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও শোক র্যালি
রাজধানীর গুলশান ট্রাজেডির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে গুলশানের নিহতদের স্মরণে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি শোক র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা যুব মহিলা লীগ নেত্রী ফারহানা মিলি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গুলশান ট্রাজেডির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা বাংলাদেশকে জঙ্গি এবং অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতা বিরোধীদের অপপ্রয়াস। এসব জঙ্গিদের দমনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর গুলশান-২ এ হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও দেশি-বিদেশি ২০ নাগরিক নিহত হন। এ ঘটনয় আইন-শৃঙ্খলা বাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হন।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর
- ২ আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা
- ৩ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ৪ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ