ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার

প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৫ জুলাই ২০১৬

সৌদি আরবসহ আরব আমিরাতের বিভিন্ন দেশের সঙ্গে মিলে রেখে বুধবার চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এদিন জেলার ৪টি উপজেলার ৪০টি গ্রামে লক্ষাধিক মুসল্লি আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশসমূহের সাথে মিল রেখে ইসলাম ধর্মের দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের নিয়ম চালু করেন।

হাজীগঞ্জের যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য গ্রাম হলো- হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর, ফরিদগঞ্জের বাশারা, শোল­া, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নুরপুর, মূল পাড়া, বদরপুর, প্রতাপপুর, মহেশপুর, তেলিসাইর, উভারামপুর, সুরঙ্গচাল, সাচনমেঘ, সমেশপুর ইত্যাদি।

হাজীগঞ্জে ঈদের প্রধান জামায়াত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সাদ্রা ঈদ গাঁ ময়দানে। দ্বিতীয় বৃহত্তর জামায়াত অনুষ্ঠিত হবে শমেসপুর ঈদ গা ময়দানে।

আগাম ঈদ সম্পর্কে হাজীগঞ্জ উপজেলার সাদ্রার বর্তমান পীর সাহেব মাওলানা আবু জুফার মো. আব্দুল হাই জাগো নিউজকে জানান, এ ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সাদ্রার পীর সাহেবের মাজার প্রাঙ্গণে।

তিনি জানান, তাদের সাথে দেশের আরো ২৫টি জেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম চাঁদ দর্শনের ভিত্তিতে প্রতি বছরই মাহে রমজানুল মুবারক, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকেন। আরব বিশ্বসহ পৃথিবীর প্রায় ৬৫টি দেশে পবিত্র পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বুধবার।

ইকরাম চৌধুরী/এসকেডি