ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসলাইন অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পৌর-শহরের ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জাগো নিউজকে জানান, রাতের আধারে একটি চক্র ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রায় আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণের এই অভিযান অব্যাহত থাকবে।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির