শোলাকিয়ায় হামলার আসামি দশ দিনের রিমান্ডে
ফাইল ছবি
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক জাহিদুল হক ওরফে তানিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর সালাম এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদ জামান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিকে মামলার অপর আসামি শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলামকে চিকিৎসা শেষে দ্রুত আদালতে হাজির করার জন্য র্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদ জামান জানিয়েছেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল বিকেলে এ দুই আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
নূর মোহাম্মদ/এফএ/পিআর