ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
এছাড়া আহতদের নাম-পরিচয়ও জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ৬নং ওয়ার্ডের বিজয়ী সদস্য (মেম্বার) মো. মোক্তার হোসেন ও পরাজিত সদস্য (মেম্বার) আব্দুর রহিমের। এ বিরোধের জের ধরেই সোমবার সকালে বিরামপুর বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন।
এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করা হয়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক জাগোনিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির