সুজানগরে আটক দুই জেএমবি সদস্য রিমান্ডে
পাবনার সুজানগরে জেহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক সন্দেহভাজন দুই জেএমবি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে পাবনার আমলি আদালত-৪ এর বিচারক রেজাউল করিম উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, শনিবার রাতে সুজানগর উপজেলা সদরের পালপাড়া থেকে জেহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক সন্দেহভাজন দুই জেএমবি সদস্য সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রোববার পাবনার আমলি আদালত-৪ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক রেজাউল করিম উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- সুজানগর উপজেলার গোকুলপুর গ্রামের আব্দুল গনির ছেলে সানাউল্লাহ (৩৫) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা গ্রামের সাবান আলীর ছেলে ওমর ফারুক (৩০)।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বাদী হয়ে আটক দুজনসহ নামীয় ছয়জন এবং অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
একে জামান/এআরএ/এবিএস