ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে বিএনপির শোক র‌্যালিতে পুলিশের বাধা

প্রকাশিত: ০৭:২৩ এএম, ১২ জুলাই ২০১৬

গুলশানের হোটেল আর্টিসানে জঙ্গিদের হামলায় নিহতদের স্মরণে শোক র‌্যালির আয়োজন করে জেলা বিএনপি। কিন্তু মঙ্গলবার বেলা ১১টায় শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া এ র‌্যালিতে বাধা দেয় পুলিশ। পরে সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আনিচুর রহমান তাপু।

এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, তাজুল ইসলাম তাজু, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক দীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, বাচ্চু হাসান খান, সদর উপজেলা সভাপতি আজাদুর রহমান আজাদ ও সদস্য সৌরভ মজুমদার সঞ্জয় প্রমুখ বক্তব্য রাখেন।

আতিকুর রহমান/এফএ/এমএস