ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৩ জুলাই ২০১৬

পাবনার বেড়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে ৬ জুলাই তার স্ত্রী হাজেরা খাতুন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা যান।

জানা গেছে, গত ৬ জুলাই উপজেলার হরিদেবপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সোহরাব হোসেনের স্ত্রী মারা যান। এসময় সোহরাব হোসেন ও ছেলে সাইফুল ইসলাম তাকে উদ্ধার করতে গেলে তারাও দগ্ধ হন।

আহতাবস্থায় তাদেরকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার দুপুর ১২টায় সোহরাব হোসেন মারা যান।

একে জামান/এফএ/এবিএস