কসবায় পুনঃনির্বাচনের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে পুনঃনির্বাচনে দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামবাসীর উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাইতলা গ্রামের কয়েকশ নারী পুরুষ অংশ নেন।
রাইতলা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) জহিরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, আবুল বাশার, মনির হোসেন ও মোবারক ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে (রাইতলা) ব্যাপক কারচুপি এবং ভোট ডাকাতি হয়েছে। বেলা ১১টার মধ্যেই ফুটবল প্রতীকের সদস্য প্রার্থী শাহজালাল ওরফে শহিদের সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান করে।
তাই রাইতলা গ্রামবাসী এ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারী দেন বক্তারা।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির