ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শোকসভা

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৩ জুলাই ২০১৬

শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলার নিহত গৃহবধূ ও দুই পুলিশ সদস্যের স্মরণে শোকসভা করেছে কিশোরগঞ্জ জেলা হিন্দু-
বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। বুধবার বিকেলে শহরের কালীবাড়ি প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদ-মৌলবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হামলার সময় দুই পুলিশ সদস্য জীবন দিয়ে জঙ্গিদের রুখে দেয়ায় শোলাকিয়া ঈদগাহের মুসল্লিরা একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

কিশোরগঞ্জে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. ক্ষিতিশ দেবনাথের সভাপতিত্বে শোক সভায় অারো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আজিমমুদ্দীন বিশ্বাস, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান প্রমুখ।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি