একটি ব্রিজের অভাবে দুর্ভোগে অসংখ্য মানুষ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের (সিকদার হাট) বুড়িরখালের দক্ষিণ পাড়ে মাত্র ৭০০ মিটার পাকা রাস্তা ও ছোট একটি ব্রিজের অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছে গুচ্ছগ্রামসহ এলাকার দেড় শতাধিক পরিবার।
স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাটির রাস্তা ও একটি বাঁশের সাঁকো নির্মাণ করে এতদিন চলাচল করলেও চলতি বর্ষা মৌসুমে রাস্তা ভেঙে ও দেবে গিয়ে গর্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. জিয়াউর রহমান জাগো নিউজকে জানান, মাত্র ৭০০ মিটার কাঁচা রাস্তা ও ২০/২২ ফুট দীর্ঘ খালে একটি কালভার্ট না থাকায় গুচ্ছগ্রাম সংলগ্ন ভাণ্ডারিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তরগাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়, শফিউদ্দিন টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসায় যেতে পারছে না অধ্যায়নরত শিক্ষার্থীরা।
এছাড়া গুচ্ছগ্রামের নিম্ন আয়ের শতাধিক বাসিন্দাকে হেঁটে উপজেলা সদর, কৈখালী, বানাই, সিকদারের হাট ও ভাণ্ডারিয়ায় যেতে হচ্ছে।
দুর্ভোগ সমাধানে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনসহ স্থানীয় সরকার বিভাগের কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণ ও খালে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আতিকুর রহমান/এএম/এফএ/আরআইপি