ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচর উপজেলা বিএনপির সভাপতির ইন্তেকাল

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৬ জুলাই ২০১৬

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী (মিঠু) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৬ টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাজমুল হুদা চৌধুরীর ছোট ভাই ইথুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ২টার দিকে নাজমুল হুদা চৌধুরী তার মগবাজারের বাসায় হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে তার প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হবে এবং বিকেল ৫টায় বাদ আসর শিবচরের মাদবর চর আর এম বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।

নাসিরুল হক/এসএস/এমএস

আরও পড়ুন