রাজৈরে প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পাট্রাবুকা এলাকার একটি পাটক্ষেত থেকে হাবিব বয়াতী (২৬) নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হবিব শংকরদী গ্রামের মহাসীন বয়াতীর ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, হাবিব বয়াতী মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হন। বুধবার সন্ধ্যায় ঐ জমির মালিক পাটক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে সকলকে জানায়।
নিহতের মামা নাজির বয়াতী জানান, নিহত হাবিব বয়াতীর চোখে ও মাথায় একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, হত্যার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে তদন্ত করে সঠিক ঘটনা উদঘাটন করা হবে।
নাসিরুল হক/এফএ/এবিএস