ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ৬১ ইউপি সচিবের বদলি

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৬ জুলাই ২০১৬

পাবনা সদর উপজেলার ৬১ জন ইউনিয়ন পরিষদ সচিবকে (ইউপি) বিভিন্ন ইউপিতে বদলি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইউপি সচিবদের নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের গত ৩ জুলাইয়ের এক আদেশের পরিপ্রেক্ষিতে তাদের বদলি করা হয়েছে বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।
 
এর আগে ঈশ্বরদী সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ১৫-১৬ অর্থবছরের অডিট সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি আদেশ স্থগিতের আবেদন করেছিলেন। কিন্তু তাদের আবেদন গ্রহণ করেনি জেলা প্রশাসন।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে সাধারণ এবং রাজস্ব প্রশাসনে তিন বছরের অধিক সময় ধরে নিয়োজিত কর্মচারীদের বদলি করতে হবে। এ আদেশের পরিপ্রেক্ষিতে তাদের বদলি করেছে জেলা প্রশাসন।  

উল্লেখ্য, ইউপি সচিবদের বেতন রাজস্ব খাত থেকে দেয়া হয় না। তাদের বেতনের ৭৫ ভাগ কেন্দ্রীয় সরকারের সাহায্য খাত এবং ২৫ ভাগ ইউনিয়ন পরিষদের খাত থেকে দেয়া হয়।

আলাউদ্দিন আহমেদ/এএম/এমএএস/এবিএস