ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিহত

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ জুলাই ২০১৬

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করীম বাসা বদলি করতে গিয়ে দোতলা থেকে পড়ে নিহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস অফিস সূত্র নিশ্চিত করেছে।
 
ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল আজিজ ব্যাপারী এলপিআরে যাওয়ায় বরিশাল উজিরপুরের স্টেশন অফিসার হিসেবে রেজাউল করীমকে ঝালকাঠিতে নিয়োগ দেয়া হয়। ঈদের ছুটি থেকে ফিরে গত ১১ জুলাই দুপুরে ফায়ার সার্ভিস কার্যালয় ভবনের দোতলায় বাসা বদলির প্রস্তুতি নেন। এসময় দোতলার সানসেটে উঠলে নিচে পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত লাগে তার। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। আইসিইউতে রাখা অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।  
      
আতিকুর রহমান/এএম/এমএএস/এবিএস