বিচারপতির গ্রামের বাড়িতে আগুন
তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের উত্তর ধলিয়া গ্রামের বাড়িতে বৃহস্পতিবার ভোরে আগুন দেওয়া হয়। আগুনে তার বাড়ির দুটি ঘর পুড়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লা এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।