নাটোরে কারেন্ট জাল জব্দ, আটক ৩
প্রতীকী ছবি
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাটে অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন জাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের তেবাড়িয়া হাট থেকে জব্দ এসব জাল বিকেলে ভস্মীভূত করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শহরের তেবাড়িয়া হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নায়িরুজ্জামনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এ সময় তেবাড়িয়া হাট থেকে পাঁচ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেই সঙ্গে তিন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে ভস্মীভূত করা হয়।
রেজাউল করিম রেজা/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা