ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৭ জুলাই ২০১৬

পাঁচ দফা দাবি আদায়ে আগামী ২০ জুলাই থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানসহ রাঙ্গামাটির ১৯ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি।

রোববার চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে শনিবার সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মো. মঈন উদ্দিন সেলিম বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পাঁচটি দাবি জানিয়ে আসছি। দাবিগুলো পূরণ করা হবে বলে বারবার আশ্বাস দেয়া হলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। এছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসককে বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে।  

তিনি আরো বলেন, দাবিগুলো পূরণে ১৯ জুলাই পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় পরদিন অর্থাৎ ২০ জুলাই থেকে রাঙ্গামাটির ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

পাঁচ দাবির মধ্যে রয়েছে- রাঙ্গামাটি রুটে বিআরটিসি পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ করা, পাহাড়িকা সার্ভিসের গাড়ি জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউমার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়া, রাঙ্গামাটি থেকে বড়ইছড়ি-রাজস্থলী-বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহণ, রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ এবং শ্রমিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা।  

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর