আশুগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কবির হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনারামপুর-তালশহর সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবির উপজেলার তালশহর পশ্চিমপাড়া এলাকার মো. আবুল কাশেম মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে স্থানীয়রা সোনারামপুর-তালশহর সড়কের তালশহর অংশের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর/এমএফ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির