ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাউল আশ্রমে হামলার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৮ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী এক বাউল আশ্রমে হামলার ঘটনায় জামাত-শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সেনেরহুদা গ্রামের শিবির কর্মী জহিরুল ইসলামের ছেলে মো. আরিফুর রহমান (২০), সাহাজান আলীর ছেলে সাহেব আলী (৩০) ও একই গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে জামায়াতে ইসলামী কর্মী মো. জামাত আলী (৪২)।

সোমবার ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে রোববার রাতে বাউল আস্তানার সাধক মুকুল হোসেনের বাবা মো. শহিদুল হক অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
 
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মামলা দায়ের করার পর সোমবার ভোরে সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে লালন অনুসারী এক বাউল আশ্রমে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় দুই নারীসহ ৩ জন ভক্ত আহত হন।

সালাউদ্দীন কাজল/এফএ/আরআইপি