ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিত : ৩ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৮ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদী আলমকে লাঞ্ছিত করার ঘটনায় নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনন্সে ক্লোজড করা হয়েছে।

রোববার দিবাগত ৮টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসানের নির্দেশে তাদের ক্লোজড করা হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক আসাদী আলমসহ ৬/৭ জন শিক্ষক নাটুদাহ আটকবর মোড়ে বসে গল্প করছিলেন। এসময় নাটুদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সার্জেন্ট নুরুজ্জামানের নেতৃত্বে একদল সাদা পোশাকধারী পুলিশ যানবাহন ধরে অর্থ বাণিজ্য করছিল। এতে শিক্ষকরা বাধা দিলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে শিক্ষক আসাদী আলমকে লাঞ্ছিত করে।

এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষকসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় দামুড়হুদা উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গত শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকালে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মরকলিপি দেয়া হয়।

এরপর পুলিশ সুপার ঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে সার্জেন্ট নুরুজ্জামান, পুলিশ সদস্য শাহরিয়ার আলম ও দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনন্সে ক্লোজড করেন।

সালাউদ্দিন কাজল/এএম/এমএস/এমএফ