ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্তা ও গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিত: ১১:১১ এএম, ১৮ জুলাই ২০১৬

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্তা ইকবাল হোসেন (৪৫) ও গৃহকর্মী পপি বেগমের (১৪) মৃত্যু হয়েছে। ভৈরবপুর ঘোড়াকান্দা এলাকায় আব্দুল লতিফ সড়কের রাবেয়া কটেজে সোমবার সকাল সাড়ে ৯টায় দিকে এই ঘটনা ঘটে।

ইকবাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং ওই এলাকার মরহুম আব্দুল হাসিম মিয়ার ছেলে।

প্রতিবেশীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির গৃহকর্মী পপি বেগম বাড়ির আঙিনায় টানানো জিআই তারে লুঙ্গি শুকাতে দেন। এসময় বিদ্যুতের তারের সঙ্গে ওই তারের সংযোগের ফলে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে চিৎকারে গৃহকর্তা ইকবাল হোসেন কোনো কিছু না বুঝেই তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে হন।

পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আসাদুজ্জামান ফারুক/এআরএ/এবিএস