ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে ৯২ জনকে দণ্ড

প্রকাশিত: ০১:০২ পিএম, ১৮ জুলাই ২০১৬

ঝালকাঠি জেলায় গত জুন মাসে ৩২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে ৮৫টি মামলা দায়েরসহ ৯২ জনকে দণ্ড দেয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

সোমবার বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সূত্র জানায়, মাদক, ভেজাল-খাদ্যদ্রব্য, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, মাছ ও ফলে ফরমালিন ব্যবহারের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

পুলিশ সূত্র আরো জানায়, ঝালকাঠি জেলা শহরে ১৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ৮৮ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

তার মধ্যে, সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ২টি অভিযানে ছয়জনকে দণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ৩৬ হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নলছিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ৭টি অভিযানে ১২ জনকে দণ্ড দেয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রাজাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ৪টি অভিযানে ১০জনকে দণ্ড দেয়া হয়েছে।  পাশাপাশি ৫ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে কাঠালিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ৫টি অভিযানে ১২ জনকে দন্ড দেয়া এবং ৪৪ হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা পর্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনাররা  এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

মোঃ আতিকুর রহমান/এএম/পিআর