রাজাপুরে বেহাল সড়ক : দুর্ভোগে ১০ গ্রামবাসী
ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া-পাকাপুল সংযোগ সড়কটিতে খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার আঙ্গারিয়া, আলগী, জীবনদাসকাঠি, নিজগালুয়া, নতুনহাট ও কৈবর্তখালিসহ ১০ গ্রামের হাজার মানুষ।
৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি রাজাপুর-কাঠাঁলিয়া উপজেলার সংযোগ সড়কের রাজাপুর উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রাজাপুর-ভান্ডারিয়া উপজেলার সংযোগ সড়কের সঙ্গে রাজাপুর উপজেলার পাকাপুল নামক এলাকায় মিলিত হয়েছে। সড়কটি বেহাল হওয়ায় প্রতিদিনই টেম্পু, রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৭ কিলোমিটার এ সড়কটির নির্মাণ কাজ গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সম্পন্ন হলেও পরবর্তীতে এখন পর্যন্ত কোনো সংস্কার বা মেরামতের কাজ করা হয়নি। ফলে সড়কটি জুড়ে বড় বড় খানাখন্দ ও বিভিন্ন স্থানে রাস্তার পাশ ভেঙে গেছে।
ওই এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে টেম্পু, রিকশা ও মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে।
এ বিষয়ে রাজাপুর উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটি সংস্কার করা হবে।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার