ম্যাটস ছাত্রাবাসে অভিযান : শিক্ষকসহ আটক ৯
কুষ্টিয়া মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ছাত্রাবাসে অভিযান চালিয়ে এক শিক্ষক ও ৮ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জয়নুল আবেদিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সারাদেশে জঙ্গি নির্মূল অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ছাত্রাবাসে দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় বেশ কিছু জিহাদি বইসহ ছাত্রাবাস থেকে একজন শিক্ষক ও আট ছাত্রকে আটক করে পুলিশ। তবে আটকরা শিবিরকর্মী কিনা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আটকদের কুষ্টিয়া মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
কুষ্টিয়া মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বলেন, ছাত্রাবাসে অভিযান পরিচালিত হবে। তবে কি কারণে এই অভিযান সে বিষয়ে কিছু জানাননি তিনি।
আল-মামুন সাগর/এআরএ/এমএস