ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে

প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ি চালকসহ আহত হয়েছেন ৪ সেনা সদস্য। শুক্রবার দুপুরে উপজেলার বড়দা নামকস্থানে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির হোসেন মিয়া জানান, সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যরা নিজস্ব জিপে করে বগুড়া থেকে যশোর সেনানিবাসে যাচ্ছিলেন। পথিমধ্যে শৈলকুপার বড়দাহ নামকস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালক বকুল হোসেন, সৈনিক রবিউল ইসলাম, জাহিদ হোসেন ও সার্জেন্ট সোহেল আহমেদ আহত হয়।

আহতদের প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে সেনা সদস্য রবিউল ইসলাম এর অবস্থা গুরুতর বলে জানা গেছে।