ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ বাড়ি থেকেই নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৯ জুলাই ২০১৬

মাদারীপুরে নিখোঁজের ৫ দিন পর গনি মাতুব্বর (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কুকরাইল এলাকার নিজ বাসার একটি পরিত্যক্ত বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গনি মাতুব্বর সদর উপজেলার শিরখাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন সাবেক ওই স্কুল শিক্ষক। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর সন্ধ্যায় এলাকাবাসী পরিত্যক্ত একটি বাথরুমে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শহরের কুকরাইল এলাকায় বসবাস করতেন।

এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে, জমিজমা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ কে এম নাসিরুল হক/বিএ

আরও পড়ুন