ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বোমা হামলায় আ.লীগ কর্মী আহত

প্রকাশিত: ০৬:৪০ এএম, ২০ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে বোমা হামলায় মঞ্জির আলী (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত মঞ্জির আলী কবিখালী গ্রামের মরহুম আলিম উদ্দিনের ছেলে।

এদিকে এঘটনায় সম্প্রতি শেষ হওয়া নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাচনে জেতা ও হারার পর থেকে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা লেগেই আছে। তারই জের ধরে মঙ্গলবার রাতে আনুমানিক ১০টার দিকে বোমা হামলা ও আওয়ামী লীগ কর্মীকে কোপানোর ঘটনা ঘটে। আহত মঞ্জির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

এ হামলার ব্যাপারে আওয়ামী লীগ নেত্রী ও মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী শেফলী খাতুন জানান, মঞ্জির আলী ও তার সঙ্গীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এসময় বর্তমান চেয়ারম্যান ফারুক ৫-৬ জন ক্যাডার নিয়ে এসে প্রথমেই মঞ্জিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। পরে তারা বোমা বিস্ফোরণ করে চলে যায়। এসময় ঘটনাস্থল থেকে মঞ্জিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে এ হামলার ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, তার উপর বোমা হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা ওৎ পেতে ছিল। ওৎ পেতে থাকা অবস্থায় সন্ত্রাসীরা স্থানীয়দের হাতে ধরা পড়ে। নিজেদেরকে রক্ষা করতে বোমা হামলা করে পালানোর চেষ্টা করে কিন্তু জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয় মঞ্জির।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, হামলার ঘটনা তিনি শুনেছেন। কিন্তু নিদির্ষ্ট কোনো অভিযোগ পাননি। কী কারণে এই হামলা হয়েছে তার অনুসন্ধান চলছে বলে তিনি জানান।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস

আরও পড়ুন