নাটোরে আড়াইশ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাটোরের বাগাতিপাড়ায় দেড় বিঘা জমির আড়াইশ পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জালালপুর গ্রামের অধিবাসী ক্ষতিগ্রস্ত পেয়ারা বাগান মালিক আফতাব আলী জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার বাগানের আড়াইশ পেয়ারা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। এ বিষয়ে বাগাতিপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা