ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকায় নিখোঁজ ৩ কিশোরকে খাগড়াছড়ি থেকে উদ্ধার

প্রকাশিত: ১০:৪৩ এএম, ২০ জুলাই ২০১৬

ঢাকার বাসা থেকে সাত দিন আগে নিখোঁজ তিন কিশোরকে খাগড়াছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আটকের পর বুধবার বিকেলের দিকে খাগড়াছড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের উপস্থিতিতে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি পুলিশের হাতে আটক তিন শিক্ষার্থী হলো- উত্তরা স্কুলের দশম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ, সপ্তম শ্রেণির ছাত্র শেখ মারুফ ও আজিমপুর স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৈয়দ হেলাল হোসেন।

এদিকে বাসা থেকে পালিয়ে আসা তানভীর আহমেদ জানায়, তারা তিন বন্ধু মিলে প্রথমে মাগুরা যায়। সেখানে ঘুরে মঙ্গলবার ভোর রাতে খাগড়াছড়ি এসে একটি হোটেলে ওঠে।

তানভীরের বাবা আলী জিন্নাহ জানান, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে স্কুলের জন্য বের হয়ে তার ছেলে আর বাসায়  ফেরেনি। সে বাসা থেকে ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলেও জানান তিনি। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে গত রোববার (১৭ জুলাই) ঢাকার দক্ষিণখান থানায় জিডি (জিডি নং৭০৬) করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন ভূঁইয়া জানান, মঙ্গলবার রাতে খাগড়াছড়ি শহরে রহস্যজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই তিন কিশোরকে আটকের পর সারাদেশে বার্তা পাঠানো হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি/এমএফ