ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যৌথ অভিযানে ঈশ্বরদীতে আটক ১৫

প্রকাশিত: ১০:৩৯ এএম, ২১ জুলাই ২০১৬

পাবনার ঈশ্বরদীতে র‌্যাব-পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। আটকরা সন্ত্রাস ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এদের মধ্যে দুইজন জামায়াতের কর্মী এবং অপর একজন ফতেহ মোহাম্মদপুর এলাকার যুবদলকর্মী মুরাদ হত্যা মামলার আসামি রাজিব।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আটকরা গত ১৪ জুলাই ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার অজ্ঞাতনামা আসামি।

আলাউদ্দিন আহমেদ/এআরএ/পিআর