ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক হয়েছেন। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের কান্দিপাড়া এলাকার মো. লেলিন ভূঁইয়া (২৬) ও তার স্ত্রী জেবা আক্তার (২০)। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির দেড় লাখ টাকাও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কান্দিপাড়ার মো. মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়ার মো. লেলিন ভূঁইয়ার ঘর থেকে মাদক ও টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান