নড়াইলে সাংবাদিক লাঞ্ছিত
নড়াইল জেলার লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন হাসপাতালের এক কর্মচারী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
দৈনিক সকালের খবর পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এসএম আলমগীর কবির এবং দৈনিক মানবজমিন পত্রিকার লোহাগড়া প্রতিনিধি শাহজাহান খান সাজু জানান, পেশাগত কাজে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে যান তারা।
তারা জানান, জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে কাউকে পাননি তারা। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ডা. আত্তাফ উদ্দিন রনি জরুরি বিভাগে আসেন। ওই চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, গত রাতে আমি কক্সবাজার থেকে এসেছি। এ কারণে আমি অসুস্থ বোধ করছি।
এ সময় অসুস্থ এক রোগীকেও চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন ডা. আত্তাফ উদ্দিন। বিষয়টি সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে তারা ওই রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলেন। এ সময় জরুরি বিভাগে অবস্থারনত ওয়ার্ডবয় মোনায়েব শেখ হঠাৎ করেই সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সাংবাদিকদের দিকে ধেয়ে আসেন তিনি।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ তারেক মোহাম্মদ শফির সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, আমার কাছে কোনো তথ্য নেই। তবে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
গত ৬ জুন নোয়াগ্রাম ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের ছবি তোলার সময় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল কর্মকর্তা ডা: লিপিকা রানী ও ওয়াসি উদ্দীন আহমেদ এবং তাদের সহকারী প্রশান্ত কুমার সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দেন। এ সময় চিকিৎসকদের সহকারী প্রশান্ত কুমার আক্রমণাত্মক ভাষায় একুশে টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুই সাংবাদিকের দিকে তেড়ে আসেন। বিষয়টি নড়াইলের সিভিল সার্জন ডাঃ তারেক মোহাম্মদ শফিকে অবগত করা হলেও ওই দুই চিকিৎসক এবং তাদের সহকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
হাফিজুল নিলু/এএম/এমএস