ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাঁথিয়ায় চোরের সরদারকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৩ জুলাই ২০১৬

পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর নামক স্থানে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা চোরের সরদার নূর ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বেলা ১টার দিকে সাঁথিয়া ইছামতি নদীর হলুদঘর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত নূর ইসলাম সাঁথিয়া উপজেলার বন্দিরাম চর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসীরা সাঁথিয়া উপজেলার ইছামতি নদীর হলুদঘর ব্রিজের পশ্চিম পাশে নূর ইসলামকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে সাঁথিয়া থানার পুলিশ বেলা ১টার দিকে নিহত নুর ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নূর ইসলাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তদন্ত করে হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।

একে জামান/এমএএস/এবিএস