ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে বেকারি মালিককে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৪২ এএম, ২৩ জুলাই ২০১৬

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ার দায়ে এক বেকারি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শনিবার দুপুরে শহরের হুগোলবাড়ীয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিককে এ জরিমানা করেন।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হুগোলবাড়ীয়া এলাকায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি এবং কারখানার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় কারখানার মালিক আবুল কালাম আজাদকে আটক করা হয়।

তিনি আরো জানান, পরে আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান ভোক্তাধিকার আইন-২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।  

রেজাউল করিম রেজা/এএম/এবিএস