খাগড়াছড়ির ৭ ইউপির চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ করা চেয়ারম্যানরা হলেন, তাইন্দং ইউনিয়নের মো. হুমায়ুন কবীর, তবলছড়ি ইউনিয়নের মো. আবদুল কাদের, বড়নাল ইউনিয়নের মো. আলী আকবর, আমতলী ইউনিয়নের মো. আবদুল গনি, গোমতি ইউনিয়নের মো. ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউনিয়নের মো. নজরুল ইসলাম এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের হিরনজয় ত্রিপুরা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমানের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম কাওছার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এরপর মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান উপজেলার সাত ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কশিনার (ভুমি) মো. রায়হানুল হারুন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো প্রমুখ উপস্থিত ছিলেন।20160723183900.jpg)
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি