ঢাকায় জঙ্গি সন্দেহে আটক শুভর বাড়ি নড়াইলে
জঙ্গি সন্দেহে ঢাকায় র্যাবের হাতে আটক মোহাম্মদ শরিয়াতুল্লাহ ওরফে শুভ ওরফে শুভদা ওরফে শুভ সানির বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামে।
র্যাবের হাতে আটকের বিষয়টি বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার হওয়ায় এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। শুভর বাবা শামছুল ইসলাম জানান, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় সে বাড়ি ফোন করতো।
গত ২৯ জুন শুভ ফোন না দিলে রাতে কয়েকবার চেষ্টা করে তার মুঠোফোনটি বন্ধ পান পরিবারের সদস্যরা। এর পরদিন সকালে যশোর থানা, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষক শরিফুল ইসলামের বাসায় গিয়ে জানতে পারেন, ওই দিন (২৯ জুন) রাতে টিউশনির পর দোতলা থেকে নিচে নামলে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়।
তিনি জানান, ১৯৬৫ সালের পর ভারত থেকে এদেশে এসে শেখহাটিতে বসবাস করছেন। তাদের পরিবার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়।
শুভর মা হাফিজা বেগম জানান, শুভর কোনো সন্ধান না পেয়ে গত ১৩ জুলাই যশোরের একটি পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চার সদস্যের এই পরিবারে শুভর মা গৃহিণী। বাবা কোল্ডস্টোরে চাকরি করেন। শুভ সম্মান (রসায়নবিদ্যা) দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তার বড় বোন স্বপ্না মাস্টার্স পাস করে চাকরির চেষ্টা করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শরিয়াতুল্লাহ ওরফে শুভ শেখহাটি-তপনবাগ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর ভর্তি হয় পার্শ্ববর্তী যশোরের বসুন্দিয়া জঙ্গলবাধাল মাধ্যবিক বিদ্যালয়ে।
২০১২ সালে সে ওই বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় এ গ্রেডে পাস করে। এরপর যশোরের নওয়াপাড়া মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে যশোর এমএম কলেজে রসায়নবিদ্যায় সম্মান শ্রেণিতে ভর্তি হয়। বর্তমানে সে দ্বিতীয় বর্ষের ছাত্র।
লেখাপড়ার পাশাপাশি পড়াশোনার খরচ জোগানোর জন্য সে যশোরে কোচিং সেন্টারে শিক্ষকতা এবং যশোর সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষক শরিফুল ইসলামের বাসার গৃহশিক্ষক ছিলেন।
যশোর সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষক শরিফুল ইসলাম জানান, গত ২৯ জুন শুভ আমার সন্তানদের পড়িয়ে নিচে নামলে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শুভর চিৎকার শুনে নিচে ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, আমরা প্রশাসনের লোক।
তিনি বলেন, শুভ যশোরের পুরাতন কসবা এলাকার পাঠশালা নামের একটি কোচিং সেন্টারেও শিক্ষকতা করতেন।
শেখহাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, আমি যতদূর জানি শুভ খুবই ভদ্র এবং সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। সদর থানা পুলিশের ওসি সুবাস চন্দ্র বিশ্বাস জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।
এদিকে র্যাবের হাতে শুভর আটকের ঘটনাটি টেলিভিশনে দেখার পর এলাকাবাসীর মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। গত দুই বছর ধরে যশোর এমএম কলেজে পড়াশোনার সময় বিপথগামী হয়েছে কিনা এ নিয়েও সবার মাঝে আলোচনা চলছে।
হাফিজুল নিলু/ এমএএস/এবিএস