ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৬ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ মনির হোসেন শুভ (১৮) সামির মিয়া (২৮), ও সাহের মিয়া (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর-শহরের উত্তর কাউতলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সামির ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের উত্তর শিমরাইলকান্দি এলাকার মৃত মতি মিয়ার ছেলে, শুভ নবীনগর উপজেলার মৃত হারুন মিয়ার ছেলে ও সাহের বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের মো. ইদু মিয়ার ছেলে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল শহরের উত্তর কাউতলি এলাকায় বশির মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ একটি পাইপগান, দুইটি ছোরা ও ৪০০পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি