ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বকশীগঞ্জে বাঘের শাবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৭ জুলাই ২০১৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মৃত বাঘের শাবকটিকে এক নজর দেখতে ওই গ্রামে ভিড় করছে উৎসুক হাজারো মানুষ। বুধবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কালা মিয়া জানান, সকালে খানপাড়া গ্রামের শাহাজল খানের বাড়ির পেছনের জঙলে আড়াই ফিট লম্বা বাঘের একটি শাবক হঠাৎ বের হয়ে বাড়ির মালিক শাহাজলকে ধাওয়া করে। এসময় শাহাজল চিৎকার দিলে গ্রামের প্রায় শতাধিক মানুষ একত্রিত হয়ে বাঘের শাবকটিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত গারো পাহাড় থেকে বাঘের শাবকটি এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জার তারিকুল ইসলাম জানান, জনবল সঙ্কট থাকায় সব জায়গায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যেহেতু শাবকটিকে পিটিয়ে মারা হয়েছে সেহেতু নিয়ম অনুযায়ী এর দাফন করা হবে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান  জানান, বিষয়টি আমি শুনেছি, স্থানীয় এলাকাবাসীকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

শুভ্র মেহেদী/এআরএ/আরআইপি