ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চরম আতঙ্কে রাত পার করছি

প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৮ জুলাই ২০১৬

ঝিনাইদহে ৬ উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত, সেবায়েত বা অন্যান্য পদে যারা আছেন তাদের আতঙ্ক এখনও কাটেনি বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। তাদের দাবি, দিনে যেন-তেন কিন্তু রাতে পুরোহিত, সেবায়েতরা একবারেই বের হচ্ছেন না।

মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত প্রতাপ চন্দ্র সাহা জানান, আমদের কথা বলতেও এখন ভয় করে। কখন কি হয়ে যায়। দিন পার করছি এক রকম কিন্তু রাত পার করছি চরম আতঙ্কে।

ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট সুধীর কুমার জানান, ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী এবং সেবায়েত শ্যামানন্দ দাস খুনের পর বিভিন্ন মন্দিরে নিরাপত্তা বাড়ানো হলেও আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না।

ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস জানান, যদিও আসামি ধরা পড়েছে তবে আরো আসামি বাইরে রয়ে গেছে। তাই আমাদের দাবি, অন্য আসামিদের দ্রুত যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

আরও পড়ুন