দৌলতদিয়ায় ঘাট ও ফেরি বন্ধ : ভোগান্তিতে যাত্রীরা
২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ির দৌলতদিয়ার চারটি ফেরি ঘাটের একটি বন্ধ রয়েছে। এমনকি এ নৌ-রুটের ১৮টি ফেরির মধ্যে ৫টি ফেরি বিকল ও স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে পারাপারে সময় বেশি লাগায় ভোগান্তি পড়ছে যাত্রীরা।
এতে করে প্রতিনিয়তই দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানযটের সৃষ্টি হচ্ছে। মাত্র তিন কিলোমিটার দূরত্বের এ নৌপথটুকু পাড়ি দিতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকে হচ্ছে সড়কে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ১৮টি ফেরির মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কাবেরী ও বনলতা নামের ৪টি ফেরির ইঞ্জিন দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া গত ৪ মাস ধরে ইউটিলিটি ফেরি মাধবীলতাসহ ৫টি ফেরি বর্তমানে বন্ধ রয়েছে।
৪টি ফেরি ঘাটে এবং মাধবীলতা ফেরিটি পাটুরিয়া ভাসমান কারখানায় নোঙর করে রাখা হয়েছে। এ ৫টি ফেরি চলাচল বন্ধ থাকায় সাময়িকভাবে ফেরি সংকট দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোত থাকায় পারাপারে সময় বেশি লাগছে। দৌলতদিয়ার ৪টি ফেরি ঘাটের ৪ নং ঘাটটি সম্পূর্ণ বন্ধ ও ৩ নং ঘাটের একটি পকেটসহ ১ ও ২ নং ঘাট চালু রয়েছে।
এছাড়া এ নৌ-রুটের ১৮টির ৫টি ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় ঘাট এলাকায় যানবাহনগুলোকে সিরিয়ালে থাকতে হচ্ছে।
রুবেলুর রহমান/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান