ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:১৪ এএম, ২৯ জুলাই ২০১৬

জয়পুরহাট জেলার সদর উপজেলার বড় তাজপুর সোনারপাড়া গ্রামে পানিতে ডুবে রিফাত হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে রিফাতের মৃত্যু হয়। রিফাত ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি বড়-তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

রিফাতের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রিফাত তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে অন্যান্যরা পুকুর পাড়ে পৌঁছতে পারলেও রিফাত পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাশেদুজ্জামান/এএম/এমএস