ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোরবানির আগেই যানজটমুক্ত হবে মহাসড়ক

প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ জুলাই ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী কোরবানির ঈদের আগেই মহাসড়কগুলো যানজটমুক্ত করা হবে। আর এজন্য আগামী সাত দিনের মধ্যে সড়কের পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ঈদে কোনো ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না।

শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলবে মায়া বীর বিক্রম সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এবার মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসবে না। এমন নির্দেশনা স্থানীয় কর্মকর্তাদের দেয়া হয়েছে। সড়কগুলো ঠিক রাখতে স্থানীয় কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর (মায়া সেতু) নির্মাণ কাজ আগামী জুন ২০১৭ সালের মধ্যে সম্পন্ন করা হবে। সেতুটির নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষ অল্প সময়ের মধ্যেই রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেতুটি ৩০৪ কিলোমিটার দীর্ঘ। নির্মাণ কাজে জমি অধিগ্রহণসহ ব্যয় হবে ৮৪ কোটি ৬০ লাখ বলেও জানান মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, চাঁদপুর সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, পুলিশ সুপার শামসুন্নাহার, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, সাধারণ সম্পাদক বি এইচ কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল প্রমুখ।

ইকরাম চৌধুরী/এআরএ/এমএস