ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপা মহিলা কলেজের পাশ থেকে ককটেল উদ্ধার

প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৯ জুলাই ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা মহিলা কলেজের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে এ ককটেল উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শৈলকুপা থানা পুলিশের এসআই ইকবাল, রাজীব ও এএসআই আজাদ উপজেলার ফাজিলপুর মহিলা কলেজের পাশ থেকে ককটেল ৩টি উদ্ধার করে। পরে ককটেলগুলো থানায় নিয়ে আসে।

তিনি আলো জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত ককটেল ৩টি থানা হেফাজতে রয়েছে। ধারণা করা হচ্ছে নাশকতা সৃষ্টির লক্ষেই ককটেল ৩টি রাখা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তকারীরা পালিয়ে যায়।

আহমেদ নাসিম আনসারী/আরএস