ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গরুর জন্য প্রাণ গেল বড় ভাইয়ের

প্রকাশিত: ১০:০৯ এএম, ৩০ জুলাই ২০১৬

গরু বিক্রি নিয়ে কথাকাটাকাটির জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছোট ভাই ছয়ফুল হকের (৩৫) ছুরির আঘাতে বড় ভাই ফয়জুল হকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুল বাছেদ জানান, হত্যাকারি ছোট ভাই ছয়ফুলকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

রাজনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকালে গরু বিক্রি নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে ছয়ফুল বড় ভাই ফয়জুলকে ছুরি দিয়ে বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছয়ফুলকে গ্রেফতার করা হয়।

এমএএস/এমএস