খাগড়াছড়িতে প্রান্তিক চাষীদের মাঝে ফলদ চারা বিতরণ
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিতে ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা আনতে হবে।
তিনি বলেন, পাহাড়ের মাটি সমতলের মাটির চেয়েও অনেক বেশি উর্বর। এ মাটি কাজে লাগাতে হবে।
রোববার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ফলদ চারা ও কলম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহবায়ক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী (বিপিএম-সেবা), খাগড়াছড়ির অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসেপ্রু চৌধুরী অপু, মিস শতরূপা চাকমা ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য প্রমুখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার ১ হাজার ৮০০ প্রান্তিক চাষীর মাঝে পর্যায়ক্রমে ৫০টি করে আম, বেল ও তেজপাতার চারা বিতরণ করা হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর