ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজ ছাত্রী চারদিন ধরে নিখোঁজ

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০২ আগস্ট ২০১৬

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের কলেজছাত্রী হাজেরা খাতুন সোহনা (১৬) চারদিন ধরে নিখোঁজ। সে দামুড়হুদা কাদিপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

চারদিন পরও কলেজছাত্রীর সন্ধান না মেলায় মঙ্গলবার তার বাবা দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে হাজেরা খাতুন সোহনা বাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হয়। এরপর সে কলেজ থেকে বাড়ি না ফিরলে আত্মীয়স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। চারদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে মঙ্গলবার তার বাবা জিডি করেন।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজছাত্রীকে উদ্ধারের জোর তৎপরতা চলছে।

সালাউদ্দিন কাজল/এএম/এবিএস