ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে বাসচাপায় শিশু নিহত

প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৩ আগস্ট ২০১৬

নরসিংদীতে বাসচাপায় নাজমুল (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসগকের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল সৈয়দনগর এলাকার মো. কালাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি ও তার মা আলাদাভাবে রাস্তা পার হচ্ছিল। এ সময় শিবপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সঞ্জিত সাহা/এসএস/এমএস

আরও পড়ুন