ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুজিবনগরে ট্রলি উল্টে চালক নিহত

প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৩ আগস্ট ২০১৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনায় ট্রলি উল্টে চালক সানোয়ার হোসেন নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের সিয়াম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে কাঁচা পাট ট্রলি ভর্তি করে সরস্বতী খালে ফেলছিলেন সানোয়ার হোসেন। পরে ট্রলি ঘোরাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রলি উল্টে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন।

আতিকুর রহমান টিটু/এসএস/এবিএস

আরও পড়ুন