ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জীবননগরে কৃষি ব্যাংকের সুপারভাইজার আটক

প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৩ আগস্ট ২০১৬

চুয়াডাঙ্গার জীবননগরে গ্রাহকের নামে জালিয়াতির মাধ্যমে ঋণের টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সুপারভাইজার মনোয়ার হোসেনকে (৪৮) আটক করা হয়েছে।

প্রতারিত ঋণ গ্রাহক আব্দুল ওয়াহেদের (৫৮) অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সমনের জবাব দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজের কার্যালয়ে হাজিরা দিতে এলে অভিযোগের দায় স্বীকার করায় পুলিশ তাকে আটক করে।

আটক মনোয়ার চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের জহুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি কৃষি ব্যাংক শাখায় ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ সূত্রে জানা গেছে, ফিল্ড সুপারভাইজার মনোয়ার হোসেন জীবননগর কৃষি ব্যাংক শাখায় চলতি বছরের মে মাস পর্যন্ত কর্মরত থাকা অবস্থায় ৪০ জন ঋণ গ্রহীতার নামে ভুয়া ফাইল খোলেন। এর মধ্যে তিনি ৩৪ জন গ্রাহকের নামে ২৮ লাখ এক হাজার ১১৭ টাকার ঋণ জালিয়াতি করে তুলে আত্মসাত করেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকজন গ্রাহকের টাকা ব্যাংকে জমা দিয়ে ঋণ সমন্বয় করেন।

উপজেলার কয়া গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে আব্দুল ওয়াহেদের অভিযোগ, ফিল্ড সুপারভাইজার মনোয়ার হোসেন তার নামে একটিতে ৯০ হাজার ও ভুয়া ফাইলে এক লাখ ১০ হাজার মোট দুই লাখ টাকা ঋণ বরাদ্দ করে ওই টাকা তিনি আত্মসাত করেন।

ঋণের টাকা না পাওয়ায় ওয়াহেদ তার ছেলেকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে মনোয়ারের পিছনে টাকার জন্য ধরণা দিতে থাকেন। এ অবস্থায় সুপারভাইজ মনোয়ার দুই কিস্তিতে তাকে ১৫ হাজার টাকা দেন। পরবর্তীতে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

অভিযোগ পাবার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্ত মনোয়ার হোসেনকে তার কার্যালয়ে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এক পর্যায়ে বুধবার দুপুরে মনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজিরা দিতে আসেন এবং অভিযোগ স্বীকার করায় মনোয়ারকে পুলিশে সোপর্দ করা হয়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন বলেন, ভুয়া ঋণের ফাইল খোলে টাকা তুলে ওই টাকা তিনি তার বাড়ি নির্মাণ কাজে ব্যয় করেছেন। পরবর্তীতে তিনি অধিকাংশ গ্রাহকের টাকা ব্যাংকে সমন্বয় করে দেবেন বলে জানান।

জীবননগর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মনির উদ্দিন জানান, ফিল্ড সুপারভাইজার মনোয়ার হোসেনের দুর্নীতির তদন্ত করতে একটি তদন্ত টিম ঢাকা থেকে ব্যাংকে এসেছেন। তারা তদন্ত করছেন।   
                                                                             
সালাউদ্দীন কাজল/এআরএ/এমএস